সব নারী ভোটার হও প্রচারাভিযানের উদ্বোধন


প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ আগস্ট ২০১৫

সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় নারী ভোটার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেশের সব নারীকে হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও এ বিষয়ে সচেতন করতে ‘সব নারী ভোটার হও’ নামে একটি প্রচারাভিযানের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপ, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিজি), জাগো ফাউন্ডেশনসহ আটটি সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী ভোটার কমে গেলে নারীর ক্ষমতায়নের পথে বাঁধা তৈরি হবে, সুযোগ থেকে বঞ্চিত হবে নারী।

ইসির ২০১৪ সালের হালনাগাদ তথ্যে দেখা যায় ৪৪ শতাংশ নারী ভোটার। ২০১১ সালে আদমশুমারি অনুয়াযী জনসংখ্যার ৪৯.৯৪ অংশ নারী দেখা যায় উল্লেখ করে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. আবদুল আলীম বলেন, নির্বাচন কমিশনের তালিকা হালনাগাদ ও ভোটারযোগ্য নারীদের অন্তর্ভুক্তির বিষয়ে ইসির কার্যক্রমকে সহযোগিতা করব আমরা।
 
তিনি বলেন,২০০৮ সাল থেকে এ প্রবণতা শুরু হয়েছে। এ প্রবণতা চলতে থাকলে এবং তালিকা থেকে বিপুল সংখ্যক নারী বাদ পড়লে ভোটার তালিকার সততা নিয়ে সব মহলে প্রশ্ন উঠবে। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রয়োগের গণতান্ত্রিক অধিকার চর্চা থেকে বঞ্চিত হবে।
 
নারীসহ সব নাগরিককে হালনাগাদ ভোটার তালিকায় অন্তভূর্ক্ত করতে www.womencountbd.org নামে একটি ওয়েবসাইট খুলেছেন তারা। যেখানে সব তথ্য পাওয়া যাবে বলেও জানান তারা।

আএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।