ব্রাজিলকে হার মানিয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ আগস্ট ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাতৃগর্ভে নবজাতক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ব্রাজিলেও ঘটেছিল। কিন্তু সেখানকার চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত নবজাতককে বাঁচাতে পারেননি। কিন্তু বাংলাদেশের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা, মানবিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গুলিবিদ্ধ সুরাইয়ার জীবন বাঁচিয়েছেন। ব্রাজিলকে হার মানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ঢামেক হাসপাতালে মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ নবজাতক সুরাইয়াকে হাসপাতাল থেকে আনুষ্ঠানিক বিদায় দেয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুরাইয়ার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে জড়িত অভিজ্ঞ চিকিৎসকরা তরুণ চিকিৎসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ঢামেক ও মাগুরার চিকিৎসক, নার্স ও অন্যান্যরা আন্তরিকতা ও নিষ্টার সঙ্গে দায়িত্বপালন করে মৃত্যুপথযাত্রী এক নবজাতকের প্রাণ ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে তারা বিজয়ী হয়েছেন।

মন্ত্রী আরো বলেন, প্রাণ দেয়ার ও নেয়ার মালিক আল্লাহ রাব্বুলআলামিন। যার বাঁচার কোন সম্ভাবনাই ছিল না সেই শিশুটি আল্লাহর কৃপায় ও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও টিম ওয়ার্কের কারণে সেবায় সুরাইয়া ও তার মা সুস্থ হয়ে বাড়ি ফিরছে।

প্রধানমন্ত্রী খুবই মানবিক, তিনি সব সময়ই সুরাইয়ার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর রেখেছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম বলেন, মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির চিকিৎসা প্রদানে অনন্য পেশাদারিত্বের নজির সৃষ্টি হয়েছে। মাগুরা ও ঢামেক হাসপাতালের চিকিৎসকরা সময়মতো সমন্বিতভাবে নিষ্টার মাধ্যমে দায়িত্ব পালনের মাধ্যমে গুলিবিদ্ধ মা ও শিশুর জীবন রক্ষা করেছেন।

নানা টানাপোড়েনের মধ্যে থেকে চিকিৎসকরা সেবা প্রদান করে থাকেন উল্লেখ করে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে চিকিৎসকদেরকে দায়িত্বপালনে আরো অধিক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এমইউ/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।