রাহুলের সেঞ্চুরিতে প্রথম দিনটা ভারতের


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২০ আগস্ট ২০১৫

লোকেশ রাহুলের সেঞ্চুরিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে কোহলির ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান।

তবে কলম্বোর পি`সারা স্টেডিয়ামে শুরুটা খুব বেশি ভালো হয়নি সফরকারী ভারতের। দলীয় মাত্র ৪ রানের মাথায় মুরালি বিজয়ের আউট বড় ধাক্কা হিসেবে কাজ করে ভারতীয় শিবিরে। সেই ধাক্কার রেশ কাটিয়ে না উঠতেই দলীয় ১২ রানের সময় ধাম্মিকা প্রাসাদের বলে করুনারত্নের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে।

এরপর অধিনায়ক বিরাট কোহলি ও লুকেশ রাহুলের ১৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।  দলীয় ১৭৬ রানে রঙ্গনা হেরাথের বলে ম্যাথুসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি (৭৮)। কোহলি না পারলেও রাহুল তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দলীয় ২৩১ রানে চামেরার বলে চান্দিমালের গ্লাভসবন্দি হন লোকেশ রাহুল (১০৮)।

শেষ দিকে রোহিত শর্মা ৭৯ রান করলে দিন শেষে বড় সংগ্রহ দাঁড়ায় ভারতের। লংকানদের পক্ষে প্রসাদ ও হেরাথ নেন দুটি করে উইকেট।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।