সেপ্টেম্বরে নতুন কোচ পাচ্ছে ভারত


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২০ আগস্ট ২০১৫

বিশ্বকাপ শেষ হওয়ার পর কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আপাতত রবি শাস্ত্রি টিম ইন্ডিয়ার দায়িত্বে রয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগেই সেপ্টেম্বরে নতুন কোচ পাবে ধোনি-কোহলিরা।

নতুন কোচ নিয়ে ভারতীয় ক্রিকেটের বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেন, আমি মনে করি প্রতিটি দলের একজন পূর্ণ কোচ থাকা দরকার। আমরা টিম ইন্ডিয়ার জন্য পূর্ণ একজন কোচ খুঁজছি। খুব সম্ভবত তাকে সেপ্টেম্বরে নিয়োগ দেওয়া হবে। এজন্য আমাদের কিছু সময় প্রয়োজন।

অনুরাগ ঠাকুর এ প্রসঙ্গে আরও বলেন, রবি শাস্ত্রি কয়েক মাস ধরে টিম ইন্ডিয়ার দায়িত্বে রয়েছেন। দলের খেলোয়াড়রা তার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাকে টিম ডিরেক্টর রেখে নতুন কোচের দায়িত্ব দিতে অন্য কাউকে খুঁজছি আমরা। তবে নতুন কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে তা বোর্ডের তিন উপদেষ্টা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী আর ভিভিএস লক্ষনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।