মক্কায় প্রথম ফ্লাইটের এক হজযাত্রীর ইন্তেকাল
সরকারি ব্যবস্থাপনায় যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটের হজযাত্রী মীর লিয়াকত আলী (৬১) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, নিহত লিয়াকত আলীর বাড়ি ঢাকা জেলা। নিয়মানুযায়ী পবিত্র মক্কা আল মুকাররমায় দাফন করা হবে হজযাত্রী মীর লিয়াকত আলীকে।
এর আগে গত ১৬ আগস্ট সকালে বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১ তে চড়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করেন লিয়াকত আলী। তিনি এ তাজ ট্রাভেল্স অ্যান্ড ট্যুরস (লাইসেন্স নম্বর-১২৬০) এর মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তার পাসপোর্ট নং- বিএফ ০২৫৮৫২০।
আরএম/আরএস/পিআর