আইএসপিআরের নতুন পরিচালক আবদুল্লা ইবনে জায়েদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল্লা ইবনে জায়েদ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে এ নিয়োগ দিয়ে আবদুল্লা ইবনে জায়েদের চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করে।

একই আদেশে আইএসপিআরের পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) সেন্টার অব দি হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের অ্যাডিশনাল ডিরেক্টর (রিসার্চ সাপোর্ট সেকশন) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সশস্ত্র বাহিনীসহ প্রতিরক্ষা কর্মবিভাগগুলো সম্পর্কে কার্যকর ও সঠিক তথ্য বিভিন্ন প্রচার মাধ্যমে তুলে ধরা, বাহিনীগুলোর তথ্য প্রকাশের জন্য বিভিন্ন রচনা, চিত্র, প্রতিবেদন নিরীক্ষা ও ছাড়পত্র প্রদানসহ সামরিক তথ্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা আইএসপিআরের দায়িত্ব। পরিচালকই হচ্ছেন এ দফতরের শীর্ষ কর্মকর্তা।

আরএমএম/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।