চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন ৩০ মুক্তিযোদ্ধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৮

ভারতের সশস্ত্র বাহিনীর সহায়তায় ৩০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা প্রদান করবে বাংলাদেশ সরকার। আগামী ১৭ ডিসেম্বর চিকিৎসার জন্য তারা ভারত যাবেন।

ভারতের সশস্ত্র বাহিনীর অধীন দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল সুপার স্পেসালাইজড হাসপাতালে ১৫ জন এবং পুনের কমান্ড হাসপাতালে ১৫ জন মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

ভারতে চিকিৎসা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধাদের বিমান ভাড়া ও অন্যান্য খরচ বহন করবে বাংলাদেশ সরকার এবং চিকিৎসা সম্পর্কিত সকল খরচ বহন করবে ভারত সরকার।

এদিকে বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো এবার ‘বিজয় দিবস ভাতা’ পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। এক লাখ ১৯ হাজার ৯৪৬ জন জীবিত মুক্তিযোদ্ধা ৫ হাজার টাকা হারে এ ভাতা পাবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ‘বিজয় দিবস ভাতা’ বাবদ ৫৯ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা মঞ্জুরি দিয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে এ ভাতা বিতরণ করবেন।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।