ক্যান্সার প্রতিরোধ করবে গাঁজা


প্রকাশিত: ১১:০০ এএম, ২০ আগস্ট ২০১৫

এবার ক্যান্সার প্রতিরোধ করবে গাঁজা। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই। এ রকমই দাবি করেছেন একদল গবেষক। মার্কিন কোম্পানি ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউস ও যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় চলতি বছরের এপ্রিলে একটি গবেষেণা পরিচালনা করেন ওই গবেষকরা।

বিভিন্ন প্রাণির ওপর পরীক্ষামূলকভাবে গাঁজার ব্যবহার করে গবেষণাটি করা হয়। এতে দেখা যায়, বিশেষ ধরনের ক্যান্সারের কোষ নষ্ট করে দেয় গাঁজা। এছাড়া এটি ক্যান্সার কোষের আকৃতিও কমিয়ে আনে। গাঁজার নির্যাস মস্তিষ্কের টিউমারের আকার ছোট করে। টিউমারকে সংকুচিত করে রাখে। ফলে এটি আর বড় হতে পারে না।

ইঁদুরের ওপর গাঁজার নির্যাস প্রয়োগে দেখা যায়, ক্যান্সারের কোষ দ্রুত নষ্ট হয়েছে।

যদিও গাঁজা সেবনের অনেক উপকারীতা আছে বলে অনেক কথা শোনা যায় তবে গবেষকদের নতুন এই প্রমাণ বেশ চমক তৈরি করবে।

গবেষক দলের প্রধান ড. ওয়াই লিউ বলেন, কয়েকটি উপায়ে প্রাণিদের ওপর এই গবেষণা পরিচালনা করা হয়েছে। আর এতে দারুণ ফলাফল পাওয়া গেছে। টিউমারের আকার প্রচণ্ডরকম কমিয়ে এসেছে। এছাড়া প্রাণিদের মধ্যে টিউমার অদৃশ্যও হয়ে গেছে বলে তিনি জানান।

তবে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং মাদক অধিদফতর ক্যান্সারের চিকিৎসার জন্য এখনই গাঁজা ব্যবহারের অনুমোদন দিচ্ছেন না। এ নিয়ে আরো গবেষণার করা হবে বলে জানানো হয়েছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।