৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ


প্রকাশিত: ১০:৫২ এএম, ১২ অক্টোবর ২০১৪

সিলেটের তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশি তরুণকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। রোববার বেলা পৌনে ১২টার দিকে তাদেরকে হস্তান্তর করা হয়।

জানা যায়, অবৈধভাবে প্রবেশের কারণে বিএসএফ ওই চার বাংলাদেশি তরুণকে আটক করে। পরে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে।

ভারতে অনুপ্রবেশকারীরা হলেন- গোয়াইনঘাটের জাফলং ইউনিয়নের শান্তিনগর গ্রামের শফিক মিয়ার ছেলে শাহিন (১৮), আলিফ মিয়ার ছেলে আলমগীর (১৭), সেকান্দার আলীর ছেলে মনির (১৭) ও শুক্কুর আলীর ছেলে রাসেল (১৮)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।