ঢাকা মহানগরে কে কোন প্রতীক পেলেন
ঢাকা মহানগরে ১৫টি আসনে মোট ১৩২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনের যোগ্য হিসেবে প্রতীক পেয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দের পর এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার কে এম আলী আজম বলেন, মনোনীত প্রার্থীরা আজ (সোমবার) থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। আচরণবিধি নিরূপণে প্রতিটি আসনে একজন করে ম্যাজিস্ট্রেট কাজ করছে। দুইজন সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজ করছেন, কোনো কোনো ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনের সাহায্য নিচ্ছি। আচরণবিধি লঙ্ঘন করলে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি হবে। বিধি অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৬ মাসের জেল দেয়ার বিধান রয়েছে।
ঢাকা মহানগরের ১৫ টি আসনে (ঢাকা-৪ থেকে ঢাকা-১৮) প্রার্থীদের প্রতীক
ঢাকা-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, মহাজোটের লাঙ্গল প্রতীক পেয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন জাকের পার্টির মো. আজাদ মাহমুদ (গোলাপ ফুল), ইসলামী ঐক্যজোটের মো. শাহ্ আলম (মিনার), জাসদের মো. হাবিবুর রহমান শওকত (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির সুমন কুমার রায় (আম), গণফ্রন্টের সহিদুল ইসলাম মোল্লা (মাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ (হাতপাখা), বিকল্প ধারা বাংলাদেশের মো. কবির হোসেন (কুলা)
ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন হাবিবুর রহমান মোল্লা, বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. নবীউল্লা। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন- গণফোরামের এসএম আলতাফ হোসেন (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মো. আব্দুর রশিদ ওরফে আব্দুর রশিদ সরকার (কুঁড়েঘর), ইসলামী ঐক্যজোটের মো. আব্দুল কাইয়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান ওরফে সুমন মাস্টার (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলতাফ হোসেন (হাতপাখা), জাকের পার্টির মো. রবিউল ইসলাম (গোলাপ ফুল) ও গণফ্রন্টের শামীম মিয়া (মাছ)।
ঢাকা-৬ আসনে মহাজোটের নৌকা প্রতীক পেয়েছেন কাজী ফিরোজ রশিদ। ধানের শীষ পেয়েছেন গণফোরামের সুব্রত চৌধুরী। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন গণফ্রন্টের আহমেদ আলী শেখ (মাছ), বাংলাদেশ মুসলিম লীগের ববি হাজ্জাজ (হারিকেন), ন্যাশনাল পিপলস পার্টির মো. আক্তার হোসেন (আম), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আবু তাহের হোসেন (কাস্তে), জাতীয় পার্টি-জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী মো. মনোয়ার খান (হাতপাখা)।
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন হাজী মোহাম্মদ সেলিম। বিএনপির ধানের শীষ পেয়েছেন গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু। এ ছাড়া এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের খালিকুজ্জামান (মই), জাতীয় পার্টির তারেক আহমেদ আদেল (লাঙ্গল), জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক (গোলাপ ফুল), গণফ্রন্টের মোহাম্মদ রিয়াজ উদ্দিন (মাছ), বাংলাদেশ মুসলিম লীগের মো. আফতাব হোসেন মোল্লা (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রহমান (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মো. জাহাঙ্গীর হোসেন (টেলিভিশন), ন্যাশনাল পিপলস পার্টির মো. মাসুদ পাশা (আম), গণফোরামের মো. মোশাররফ হোসেন (উদীয়মান সূর্য), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ)।
ঢাকা-৮ আসনের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মির্জা আব্বাস উদ্দীন আহমেদ। এই আসনের অন্যান্য প্রার্থীদের প্রতীক হলো- ইসলামী ঐক্যজোটের আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (মিনার), প্রগতিশীল গণতান্ত্রিক দল- পিডিপির আবুল কালাম আজাদ (বাঘ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আব্দুস সামাদ সুজন (টেলিভিশন), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম সরওয়ার (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল কাশেম (হাতপাখা), জাতীয় পার্টির মো. ইউনুছ আলী আকন্দ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মো. সাবের আহাম্মদ ওরফে কাজী ছাব্বীর (আম), গণফ্রন্টের মো. জাকির হোসেন (মাছ), জাকের পার্টির মো. নজরুল ইসলাম লিটন (গোলাপ ফুল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের শম্পা বসু (মই), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির শমি আক্তার শিল্পী (গাভী), বাংলাদেশ মুসলিম লীগের হাসিনা হোসেন (হারিকেন)।
ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাবের হোসেন চৌধুরী। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন আফরোজা আব্বাস। এই আসনের অন্য প্রার্থীদের পতীক হলো- ন্যাশনাল পিপলস পার্টির মাহফুজা আক্তার (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মানিক মিয়া (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. শফিউল্লাহ চৌধুরী (টেলিভিশন), বাংলাদেশ মুসলিম লীগের মো. আব্দুল মোতালেব (হারিকেন), জাকের পার্টির মো. হুমায়ূন কবীর (গোপাপ ফুল)।
ঢাকা-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন শেখ ফজলে নূর তাপস। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন আব্দুল মান্নান। এই আসনের অন্য প্রার্থীদের প্রথীক হলো- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. বাহারান সুলতান বাহার (বাঘ), জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন (লাঙ্গল)।
ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এ কে এম রহমতুল্লাহ, বিএনপির ধানের শীষে লড়বেন শামীম আরা বেগম। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- জাতীয় পার্টির এস এম ফয়সাল চিশতী (লাঙ্গল), গণফোরামের মোজাম্মেল হক-বীর প্রতীক (উদীয়মান সূর্য), বাংলাদেশ জাতীয় পার্টির মো. আব্দুল বাতেন (কাঁঠাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান (আম), বাংলাদেশ মুসলিম লীগের শরীফ মো. মিরাজ হুসেইন (হারিকেন)।
ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন আসাদুজ্জামান খান কামাল। বিএনপির ধানের শীষে লড়বেন সাইফুল আলম নীরব। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শওকত আলী হাওলাদার (হাতপাখা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (কোদাল), জাতীয় পার্টির মো. নাসিরউদ্দিন সরকার (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান (আম)।
ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. সাদেক খান। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. আব্দুস সালাম। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খান আহসান হাবিব (কাস্তে), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের দুলাল কান্তি লাল (টেলিভিশন), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আব্দুল হাকিম (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. কামরুল আহসান (ফুলের মালা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. জিহাদুল করিম টিপু (বাঘ), বিকল্পধারা বাংলাদেশের মো. মাহবুবুর রহমান (কুলা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন (হাতপাখা), জাতীয় পার্টির মোঃ.শফিকুল ইসলাম (লাঙ্গল)।
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. আসলামুল হক। বিএনপির ধানের শীষ পেয়েছেন সৈয়দ আবু বক্কর সিদ্দিক। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. আনোয়ার হোসেন (টেলিভিশন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ (হাতপাখা), জাতীয় পার্টির মোস্তাকুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির মো. জাকির হোসেন (গোলাপ ফুল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রিয়াজ উদ্দিন (কাস্তে)।
ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন কামাল আহমেদ মজুমদার। বিএনপির ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. মো. শফিকুর রহমান। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), বিকল্পধারা বাংলাদেশের এইচ এম গোলাম রেজা (কুলা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির মো. আব্দুল মান্নান মিয়া (গোলাপ ফুল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. শামসুল আলম চৌধুরী (বাঘ), জাতীয় পার্টির মো. শামসুল হক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হেমায়েতুল্লাহ (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টির সাইফুল ইসলাম (কাঁঠাল)।
দঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। বিএনপির ধানের শীষ পেয়েছেন মোহাম্মদ আহসানউল্লাহ হাসান। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- জাকের পার্টির আলী আহম্মেদ (গোলাপ ফুল), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাঈমা খালেদ মনিকা (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্দিকুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির মো. আমানত হোসেন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মো. ফরিদ উদ্দিন শেখ (আম)।
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আকবর হোসেন পাঠান ফারুক। ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির-বিজেপির আন্দালিব রহমান পার্থ। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের আলী হায়দার (বাঘ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের এসএম আহসান হাবিব (মই), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল হক তালুকদার (হাতপাখা), বিকল্পধারা বাংলাদেশের লে. কর্নেল ডা. অব. এ কে এম সাইফুর রশিদ (কুলা)। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় নির্বাচন করবেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাহারা খাতুন। ধানের শীষে নির্বাচন করবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির শহিদ উদ্দীন মাহমুদ। এই আসনের অন্য প্রার্থীদের প্রতীক হলো- ন্যাশনাল পিপলস পার্টির মো. মাসুম বিল্লাহ (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আব্দুল মোমেন (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. আতিকুর রহমান নাজিম (টেলিভিশন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (হাতপাখা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. রফিকুল ইসলাম (বাঘ), বাংলাদেশ মুসলিম লীগের মো. রেজাউল ইসলাম স্বপন (হারিকেন)।
১, ২, ৩, ১৯ ও ২০ আসনে কে কোন প্রতীক পেলেন
অপরদিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ দেন।
ঢাকা-১ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবিদ হোসেন পেয়েছেন ‘কাস্তে’ প্রতীক, আওয়ামী লীগের ‘নৌকা’ পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), বিএনপির ‘ধানের শীষ’ পেয়েছেন খন্দকার আবু আশফাক, ইসলামী আন্দোলনের কামাল হোসেন পেয়েছেন ‘হাতপাখা’, বিকল্প ধারার জালাল উদ্দিন পেয়েছেন ‘কুলা’, জাকের পার্টির সামসুদ্দিন আহমদ পেয়েছেন ‘গোলাপ ফুল’, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিকান্দার হোসেন পেয়েছেন ‘কোদাল’ এবং স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ‘গাড়ি’ প্রতীক।
ঢাকা-২ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতাউল্লাহ পেয়েছেন ‘বটগাছ’, বিএনপি প্রার্থী ইরফান ইকবাল ইবনে আমান অনিক পেয়েছেন ‘ধানের শীষ’, গণফোরামের মোস্তফা মহসীন মিন্টু পেয়েছেন উদীয়মান ‘সূর্য’, আওয়ামী লীগের ‘নৌকা’ পেয়েছেন মো. কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জহিরুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’, জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিল পেয়েছেন ‘লাঙ্গল’ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সুকান্ত শফি চৌধুরী পেয়েছেন ‘কাস্তে’ প্রতীক।
ঢাকা-৩ আসনে বিএনপি প্রার্থী গয়েশ্চর চন্দ্র রায় পেয়েছেন ‘ধানের শীষ’, আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ পেয়েছেন ‘নৌকা’, গণ ফোরামের মোস্তফা মোহসীন মন্টু পেয়েছেন উদীয়মান ‘সূর্য’, ইসলাম অন্দোলন বাংলাদেশের মো. সুলতান আহাম্মদ খান পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।
ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন পেয়েছেন ‘ধানের শীষ’, আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ‘নৌকা’, ইসলাম অন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন ‘হাতপাখা’, প্রগতিশীল গণতান্ত্রিক দাল (পিডিপি) মোহাম্মদ সারোওয়ার হোসেন ‘বাঘ’, বিকল্প ধারার মো. আইনুল হক ‘কুলা’, জাতীয় পাটির আবুল কালাম আজাদ ‘লাঙ্গল’ এবং বাংলাদেশ মুসলিম লীগের ইদ্রিস আলী পেয়েছেন ‘হারিকেন’ প্রতীক।
ঢাকা-২০ আসনে বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন পেয়েছেন ‘ধানের শীষ’, আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহম্মদ পেয়েছেন ‘নৌকা’, ইসলাম অন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান ‘হাতপাখা’, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল ‘লাঙ্গল’ এবং জাতীয় সমাজতন্ত্রীক দল (জেএসডি) এম এ মান্নান ‘তারা’ প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এআর/এএস/জেডএ/পিআর