গরুবাহী ট্রলারডুবি : ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২০ আগস্ট ২০১৫
ফাইল ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ফেরিঘাট সংলগ্ন কারখানা নদীতে গরু ও মহিষবাহী ট্রলারডুবিতে জাভেদ খা (৩২) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাভেদ খার মরদেহ উদ্ধার করা হয়। জাভেদ লক্ষ্মীপুরের মধ্যমচর রমনী গ্রামের আবু তাহের খানের ছেলে।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ৩৫টি গরুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মালবাহী একটি কার্গের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিখোঁজ গবাদি পশুর উদ্ধার কাজ চলছে বলে জানান ঘটনাস্থলে থাকা বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমেদ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো জানান, বরগুনা জেলার আমতলী থেকে ১৫৯টি গরু মহিষ কিনে ট্রলারযোগে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ৩৫ জন গরু ব্যবসায়ী। পথিমধ্যে কবাই ফেরিঘাট সংলগ্ন কারখানা নদীতে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি কার্গোর  মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘুমিয়ে থাকা গরুর ব্যবসায়ীদের ঘুম ভেঙে গেলে তারা গরু মহিষের বাঁধন যতটা পারেন কেটে দেয়।

ব্যসায়ীদের মধ্যে ৩৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও জভেদ খা নিচে নেমে গরুর বাঁধন খুলতে গেলে ট্রলারটি ডুবে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাভেদ খার মরদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩৫টি মৃত গরু উদ্ধার করেন। অপরদিকে জীবিত থাকা গরু মহিষ উদ্ধারের সন্ধান চলাচ্ছেন তারা।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অানোয়ার হোসেন জানান, রাতের বেলার দুর্ঘটনা বলে মালবাহী কার্গোটিকে আটক করা যায়নি। তবে নিহতের পরিবার মামলা করতে চাইলে তারা মামলা নিবেন।

সাইফ আমীন /এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।