খাদ্য অধিকার বাংলাদেশের যাত্রা শুরু


প্রকাশিত: ০৯:১১ এএম, ২০ আগস্ট ২০১৫

ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনের এক  সিদ্ধান্ত অনুযায়ী মানুষের পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
 
খাদ্য অধিকার বাংলাদেশ এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
খলিকুজ্জমান বলেন, বাংলাদেশে খাদ্য অধিকার নিশ্চিতে আমাদের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।  খাদ্য নিরাপত্তা আইন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। আমাদের কাজ এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মহসীন আলী  বলেন, ইতোমধ্যে এ জোট একটি সদন গ্রহণ করেছে, যেখানে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা সুনির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
 
তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে ক্ষুধা দূর করা, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিত করা, সব মানুষের পর্যাপ্ত ও পুষ্টি গুণসম্পন্ন খাদ্যের অধিকার নিশ্চিত করার জন্য আইনি কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন।

কৃষি ও এ সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্ষুদ্র খাদ্য উৎপাদনকারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদন প্রক্রিয়া গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, একশন এইড বাংলাদেশের পরিচালক আজগর আলী সাবরী, কেয়ার বাংলাদেশের পরিচালক আনোয়ারুল হক প্রমুখ।

আএসএস/এআরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।