আন্দোলনের মাধ্যমেই শওকত মাহমুদকে মুক্ত করা হবে


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২০ আগস্ট ২০১৫

সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলনের মাধ্যমে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন  সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্ববায়ক রুহুল আমীন গাজী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত‘শওকত মাহমুদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকারের প্রতি আহ্ববান জানিয়ে রুহুল আমীন গাজী বলেন, আমাদের ধৈর্য্যের সীমা আছে। আমাদের আন্দোলন কোন রক্ত চক্ষুকে ভয় করে না, কঠোর আন্দোলনের মাধ্যমেই  সাংবাদিক নেতা শওকত মাহমুদকে মুক্ত করা হবে।

সাংবাদিক নেতা শওকত মাহমুদকে হত্যার ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমেই নস্যাৎ করা হবে জানিয়ে তিনি বলেন, অবিলম্বে তার  মুক্তি না দিলে সড়ক পথ ঘেরাও করা হবে।

শওকত মাহমুদকে নিয়ে সরকার নাটক সৃষ্টি করছে ‘উল্লেখ’ করে গাজী বলেন, তিনি (শওকত মাহামুদ) তো কোন চোর ডাকাত নয়, তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলেন, তাকে নিয়ে নাটক সৃষ্টি করে হত্যার ষড়যন্ত্র করলে আন্দোলনের মাধ্যমেই তা নস্যাৎ করা হবে।

তিনি বলেন, শওকত মাহমুদকে রিমান্ডের নামে অশোভন আচরণ করা হলে সারা বাংলায় আগুন জ্বলে উঠবে। সেই আগুনে আপনাদেরও পুড়তে হবে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার কবির বুলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক শাহীন হাসনাত প্রমুখ।

আএসএস/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।