রাজধানীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বেকারিতে আগুন


প্রকাশিত: ১০:১০ এএম, ১২ অক্টোবর ২০১৪

রাজধানীর উত্তরখান এলাকার দোবাদিয়া বাজারে একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

উত্তরখান থানার উপপরির্দশ (এসআই) আব্দুছ সামাদ জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় বেকারীতে আগুন লাগার পরপরই সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় কাচকুড়া টু বিমানবন্দর সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

তবে বেকারির আনুমানিক ২০ ল‍াখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে বেকারির মালিক সোল‍ায়মান কবির। তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বেকারীতে কেউ ছিলেন না বলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।