কুমিল্লায় মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২০ আগস্ট ২০১৫

সাংবাদিক শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বানে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এদিকে, হরতাল চলাকালে সকাল ৮টার দিকে বুড়িচং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদরে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এতে যুবদল নেতা জামাল উদ্দিন, কবির হোসেন, নাছির উদ্দিন, ছাত্রদল নেতা নাজির মাহমুদ, জামাল হোসেন, জিএইচ জোবায়ের, দেলোয়ার, সুমনসহ কমপক্ষে ১০/১২ জন আহত হয়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, হরতাল চলাকালে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে উভয় উপজেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. কামাল উদ্দিন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।