ব্যোমকেশের সত্যবতী এখন সোহিনী
ছোট কাপড় কিংবা সাহসী দৃশ্যে অভিনয় করতে জুড়ি নেই সোহিনী সরকার। বেশ কিছু ছবিতে তার গ্ল্যামার মুগ্ধ করেছে দর্শকদরে। এবার তিনি আসছেন বাঙ্গালির সাদাসিদে নারীর ভূমিকায়।
জানা গেল, ব্যোমকেশ বক্সীর পরবর্তী কিস্তিতে সত্যবতীর চরিত্রে অভিনয় করবেন সোহিনী। সত্যাম্বেষী জায়া সত্যবতী হিসেবে কাজের সুযোগ পেয়ে দারুণ আনন্দিত তিনি৷
সেই ‘চিত্রচোর’ উপন্যাসে সত্যবতীর সাথে ব্যোমকেশের দেখা৷ তারপর তাদের রসায়ন সাহিত্যপ্রেমী বাঙালিকে তো মজিয়েছে, মজেছে বাংলা ছবির দর্শকরও৷ এযাবৎ সত্যবতী হিসেবে বাঙালি দেখে এসেছে ঊষসি চক্রবর্তীকেই৷ ইন্ডাস্ট্রিতে ব্যোমকেশ পাল্টালেও, একই ছিলেন সত্যবতী৷ তবে অরিন্দম শীল ব্যোমকেশের সত্যবতী হিসেবে এখন নিয়ে আসছেন সোহিনীকে।
ব্যোমকেশ ঘরণী হওয়ার প্রস্তুতি কেমন? সোহিনী জানালেন, ‘এখন এবধি আমি চিত্রনাট্যটা খুঁটিয়ে পড়েছি৷ স্ক্রিপ্টটা খুব ভালো৷ এরপর অরিন্দমদা যেভাবে চাইবেন, যা যা বলবেন৷ আলাদা করে এখনো কোনো প্রিপারেশনের কথা ভাবিনি৷’
যেহেতু এর আগেও সত্যবতীকে বাংলা ছবির পর্দাতেই দেখা গিয়েছে, এবং ব্যোমকেশের হিন্দি ছবিতেও সত্যবতীর আভাস পাওয়া গিয়েছে, তাই সোহিনীর সামনে যে পুরনো ইমেজ ছাপিয়ে নতুন করে সত্যবতীকে তৈরি করার চ্যালেঞ্জ আছে এ কথা বলাই যায়৷ বাঙালি দর্শক তার মতো তুখোড় অভিনেত্রীর থেকে একেবারে নতুন করেই সত্যবতীকে পাওয়ায় অপেক্ষায়।
এলএ/পিআর