পাকিস্তানে এবার অভিনেত্রী খুন


প্রকাশিত: ০৭:৫১ এএম, ২০ আগস্ট ২০১৫

পাকিস্তানে সম্প্রতি এক বোমা হামলায় এক মন্ত্রীসহ বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। এবার খুন হলেন এক জনপ্রিয় অভিনেত্রী। পাকিস্তানের খাইবার পাখতুনওয়ায় মুশারত শাহিন নামের ওই অভিনেত্রীকে গুলি করে খুন করেছে একদল দুষ্কৃতিকারী।

নৌসেরা জেলার এক বাজারে মাকে নিয়ে গিয়েছিলেন পাস্তো অভিনেত্রী শাহিন। হঠাত্ই বাইক চড়ে আসা একদল দুষ্কৃতিকারী এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বিপদ বুঝে মাকে নিয়ে একটা দোকানের ভিতর ঢুকতে চেষ্টা করেন শাহিন। কিন্তু তাকে তাড়া করে গুলি করে ঝাঁঝরা করে দেয়া হয়।

এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয় খুনীরা। কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মারা যান অভিনেত্রী।

ঘটনার তদন্ত শুরু করে কোনো কুলকিনারা পাচ্ছে না পুলিশ। কারা এই খুন করল তা নিয়ে কিছুই বলতে পারছে না তারা। খুনের মোটিভ নিয়ে সন্দিহান। ঘটনায় পুলিশ খুনের মামলা রুজু করেছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।