মালয়েশিয়ায় শোক দিবসের আলোচনা সভা
মালয়েশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমপাং শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুয়ালালামপুর আমপাংয়ে একটি হোটেলে মালয়েশিয়া আমপাং শাখা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. রিয়াদ জসিমের সভাপতিত্বে ও মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদু রহমান সরকারের পরি চালনায়, অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ হারান। অথচ তাঁর জন্যই স্বাধীন বাংলাদেশের জন্ম। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি অমর হয়ে থাকবেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বি এম বাবুল হাসান, বক্তব্য রাখেন, সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সামা, সদস্য সচিব এসকে মুকুল, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির, আমপাং শাখা সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি মো. রাজা মিয়া, মালাক্কা সেচ্ছা সেবক লীগের সহ সভাপতি খোরশেদ আলম, ইমাম হোসেন রানা, রাজিবুল ইসলাম, আল মামুন জেমস, শাহ আলম,হারুনুর রশিদ, মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসএইচএস/আরআইপি