সামারা নিয়ে আশাবাদী পিয়া


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২০ আগস্ট ২০১৫

সায়েন্স ফিকশন ঘরানার আলোচিত চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’য় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট। এ ছবি নিয়ে দারুণ আশাবাদী পিয়া- এমনটাই জানালো ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা সূত্রে পিয়া জানান, চোরাবালি ছবি মুক্তির পর বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে কিছু ছবি মুক্তির মিছিলে রয়েছে। তবে ‘দ্য স্টোরি অব সামারা’ তার জন্য বিশেষ কিছু।

কারণ ব্যাখ্যা করতে গিয়ে পিয়া বলেন, ‘ছবিটিতে এমন এক সময়ে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই যখন আমি চলচ্চিত্রে নিজের জায়গা তৈরির জন্য পরিকল্পনা করছিলাম। সুতরাং অনেক ভেবে-চিন্তে এ ছবিতে অভিনয়ের জন্য মনস্থির করেছিলাম। একেবারেই প্রথাগত গল্পের বাইরে এ ছবির প্লট। বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করেছি আমি। আমার কাছে ছবিটি স্মরণীয় হয়ে থাকবে। আশা করছি দর্শকও নতুন কিছু পাবেন।’

ছবিতে পৃথিবীসহ দুটো গ্রহের বাসিন্দাদের সংঘর্ষ দেখানো হয়েছে বলে পরিচালক রিকিয়া মাসুদো জানিয়েছেন। সেখানে পৃথিবীর পাঁচ মানবসন্তান এ গ্রহ বাঁচাতে লড়েছেন। সেই পাঁচজনের অন্যতম একজন হলেন পিয়া। এ ছবিতে একটি আইটেম গানেও তিনি অংশ নিয়েছেন।

‘দ্য স্টোরি অব সামারা’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিবা আলী খান, সাঞ্জু, কাবিলা, ডন, শিমুল খান প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন হক ও ইমরান। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী ও কর্নিয়া।

এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাতকারে পিয়া বলেছেন, এই ছবিতে অভিনয় করাটা তার ভুল সিদ্ধান্ত ছিলো। ছবির গল্পটি বেশ সুন্দর হলেও এর নির্মাণ ও ব্যবস্থাপনা তার মানের সাথে যায় না। তাই ছবিটির সাফল্য বা ব্যর্থতা নিয়ে তার কোনো ভাবনা নেই।  

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।