কেএমপি কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ‘পুলিশ অতি দলবাজ কর্মকর্তা’ উল্লেখ করে যে তালিকা ইসিতে দেয়া হয়েছে, সেখানে কেএমপি কমিশনারেরও নাম রয়েছে।

কমিশন সূত্র জানিয়েছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের ‘ভূমিকা’ নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন পড়ে। অভিযোগের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশনারকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেয়।

এমন সিদ্ধান্তের ফলে তাকে সরিয়ে অন্য কোথাও দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই নির্দেশা দেয়া হবে বলে ইসি কর্মকর্তারা জানান।

এর আগে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এছাড়া দুইজন ওসিকেও প্রত্যাহার করা হয়েছে।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।