কেভিতোভা-বাউচার্ড-ওজনিয়াকির বিদায়


প্রকাশিত: ০৫:৫২ এএম, ২০ আগস্ট ২০১৫

সিনসিনাটি মাস্টার্সে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়লেন তারকা খেলোয়াড় পেত্রা কেভিতোভা ও ক্যারোলিন ওজনিয়াকি। এছাড়াও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন কানাডিয়ান সুন্দরী ইউজেন বাউচার্ড।

২১ নাম্বার বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। ওজনিয়াকিকে ৬-০ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন এই বেলারুশ তারকা।

সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া। ৪ নাম্বার বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে ৭-৫, ৪-৬ ও ৬-২ গেমে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন এই ফরাসি।

অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হেরে গেছেন ইউজেন বাউচার্ড। ইউক্রেনের ইলিনা সভিতোলিনার কাছে ৬-৭ ও ৫-৭ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এই কানাডিয়ান সুন্দরী।

আরটি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।