পাটুরিয়ায় ফেনসিডিলসহ কাভার্ডভ্যান আটক


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২০ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ৮৮১ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে পুলিশ। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জাগো নিউজকে জানান, কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচার হচ্ছে এমন খবরে উথলী সংযোগ মোড়সহ কয়েকটি স্থানে চেক পোস্ট বসানো হয়। টের পেয়ে পাটুরিয়া ঘাটে বিআরটিসি বাস কাউন্টারের পাশে কাভার্ডভ্যানটি ফেলে রেখে ড্রাইভার-হেলপারসহ সবাই পালিয়ে যান।

পরে কাভার্ড ভ্যানের তালা ভেঙে ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো স্টিল কারখানায় ব্যবহৃত ওয়াস পাউডারের বস্তার সঙ্গে আলাদা চারটি বস্তায় বহন করা হচ্ছিল। পুলিশ জানায়, ট্রাকটির মালিক, হেলপার ও ড্রাইভারের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।