আবারও ব্যাংককে যাবে ইউএস-বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৮

সাময়িক বন্ধ রাখার পর যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আবারও ব্যাংককে ফ্লাইট চলানোর ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা। ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এ এয়ারলাইন্স।

বুধবার (৫ ডিসেম্বর) ইউএস-বাংলার মুখপাত্র কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সপ্তাহে চারদিন (রোব, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার) ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।’

‘এ রুটে ওয়ানওয়ে টিকেটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১২ হাজার ৯৯৪ টাকা এবং রিটার্ন টিকিট ১৭ হাজার ৯০৮ টাকা। এর ভেতরেই সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ব্যাংককের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। ব্যাংককের পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে। একই দিন ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ১টা ৪০ মিনিট) এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে।

মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট চলবে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে। এতে থাকছে আটটি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন।

আরএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।