ঢাকায় আসছে কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগান
বাংলাদেশে একটি টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় আসছে কলকাতার ফুটবলের দুই সেরা দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতার ঐতিয্যবাহী ফুটবল ক্লাব দু`টির সঙ্গে অংশ নেবে দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দল।
ভারতে বর্তমানে চলছে কলকাতা লিগ। এরপর প্রায় দুই মাস পর শুরু হবে আই লিগ। তাই এর মাঝে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তাই আট দলীয় এই ক্লাব টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসছে কলকাতার এই দুই জায়ান্ট।
আগামী ১৭-৩০ অক্টোবর ঢাকায় শেখ জামাল আন্তর্জাতিক টুর্নামেন্ট। যেখানে খেলবে ঢাকার তিন ক্লাব শেখ জামাল ধানমন্ডি, ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনী। এছাড়াও মালদ্বীপ, নেপাল আর শ্রীলঙ্কার একটা করে টিম খেলবে।
মোহনবাগান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তারা খেলবে। ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, ‘এআইএফএফ মারফত আমাদের কাছে অনুরোধ এসেছে। আমরা যাচ্ছি।’ তবে ইস্টবেঙ্গল সম্মতি দিলেও তারা কিছু শর্ত দিয়েছে। লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, আমরা জানিয়ে দিয়েছি আইএফএ ছাড়লে এবং আমাদের শর্ত মানলে খেলব।’ আনন্দবাজার।
আরটি/এআরএস/আরআইপি