টাইগারদের প্রাথমিক দল ঘোষণা
অস্ট্রেলিয়া সিরিজকে সমনে রেখে ২২ আগস্ট থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক মাসব্যাপী এই কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ জন ক্রিকেটার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্যাম্পের জন্য ২৭ সদস্যের এলিট খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে বিসিবি।
কন্ডিশনিং ক্যাম্পে এবারো উপেক্ষিত রইলেন অলরাউন্ডার নাঈম ইসলাম। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী এবং দুই ডানহাতি পেসার রবিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
এই ক্যাম্পে শুরু থেকেই উপস্থিত থাকতে পারছেন না দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা। স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া স্বপরিবারে বুধবার সকালেই সিঙ্গাপুর গেছেন মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরলে তারা যোগ দেবেন এই ক্যাম্পে।
কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, এনামুল হক বিজয়, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রবিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
আরটি/এআরএস/আরআইপি