বাণী-বচন : ২০ আগস্ট ২০১৫
বাণী
মানুষের নূতনের প্রতি আকাঙ্খা চিরন্তন। -এমিলি ডিকিনসন
নতুন দিনই নতুন চাহিদা এবং নতুন দৃষ্টিভঙ্গির উদয় করে। -জনলিডগেট
মনে রাখবেন আপনিই হলেন এ পৃথিবীতে নতুন এক সৃষ্টি। সময়ের শুরু থেকে আজ পর্যন্ত আপনার মতো আর কেউ জন্মায়নি। ভবিষ্যতেও জন্মাবে না। -ডেল কার্নেগি
পুরাতনকে সব সময় নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হয়।–প্রবাদ
বচন
আগে তিতা
পাছে মিঠা।
অর্থ : আহারের প্রথমে তিতা এবং সর্বশেষে মিষ্টদ্রব্য গ্রহণ করা ভাল- এ কথা বোঝাতে বলা হয়।
এইচআর/এআরএস/আরআইপি