‘ডিএনসিসির সব জোনেই হবে আধুনিক জবাইখানা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি জোনেই আধুনিক ও পরিচ্ছন্ন পশু জবাইখানা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।

বুধবার (৫ ডিসেম্বর) ডিএনসিসির মহাখালী কার্যালয়ের পাশে একটি অধুনিক পশু জবাইখানার উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি।

জামাল মোস্তফা বলেন, ‘আমাদের এ পশু জবাইখানায় একজন পশু চিকিৎসক ও একজন পরিদর্শক থাকা বাধ্যতামূলক। গরু, খাসি, ভেড়া, মহিষ যেটাই জবাই করা হোক মাংস সরবরাহের আগে ডিএনসিসির সিল মেরে দেয়া হবে; যেন নগরবাসী প্রতারণার শিকার না হয়। প্রতিদিন ভোর ৪টা থেকে পশু জবাইখানা খোলা থাকবে। বর্তমানে মোহাম্মদপুর টাউন হল বাজার ও মিরপুরে একটি করে আধুনিক পশু জবাইখানা রয়েছে। গাবতলীতেও একটি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীতে আগে যত্রতত্র পশু জবাই হতো, যেটা পরিবেশ সম্মতও না। তাই আমরা চিন্তা করেছি আমাদের প্রতিটি জোনে অন্তত একটি করে পশু জবাইখানা নির্মাণ করব। নগরবাসীর চাহিদা ও জমিপ্রাপ্তি সাপেক্ষে এ জবাইখানা নির্মাণ করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, মহানগর মাংস ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা মন্টু প্রমুখ।

এএস/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।