ফেনীতে ভিওআইপি সরঞ্জামসহ যুবক আটক


প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৯ আগস্ট ২০১৫

ফেনীতে ভিওআইপি (ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামসহ শহিদুল ইসলাম বাবলু (৩৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে শহরের পূর্ব উকিলপাড়া মিথুন ভবনের পঞ্চম তলার পূর্ব পাশের ইউনিট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন স্মৃতি কমিউনিটি সেন্টারের বিপরীতে পূর্ব উকিলপাড়া মিথুন ভবনের পঞ্চম তলার পূর্ব পাশের ইউনিটে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।

এ সময় একটি অবৈধ ভিওআইপি ডিভাইস, দুইটি নেটওয়ার্ক সাপ্লায়ার, একটি মডেম, একটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১০টি বিভিন্ন সাইজের ক্যাবল, ৮০ পিস টেলিটক সিম উদ্ধার করে পুলিশ।

আটককৃত বাবলু সোনাগাজী উপজেলার কুটিরহাট এলাকার খোরশেদ আলমের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ভিওআইপি সরঞ্জামাদিসহ বাবলুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/বিএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।