ভূমধ্যসাগরে নিখোঁজ মুবিনের পরিবারে আহাজারি


প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৯ আগস্ট ২০১৫

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের ইতালি উপকূলে নৌকাডুবির ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার যুবক মুবিন নিখোঁজ রয়েছেন। গত শনিবার (১৫ আগস্ট) রাতে ভূমধ্যসাগরে প্রায় ৫’শ অভিবাসী নিয়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার। এতে বিপুল সংখ্যক অভিবাসী মারা যান। প্রায় ৪০ জন অভিবাসীর মৃতদেহসহ কয়েকজনতে জীবিত উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী।

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকার যাত্রী ছিলেন উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদি গ্রামের হাজী আবদুস ছাত্তারের ছেলে লিবিয়া প্রবাসী মো. মুবিন (২২)। তিনি আড়াই বছর আগে কাজের সন্ধানে বৈধভাবে লিবিয়া পাড়ি জমিয়েছিলেন।

মুবিনের পরিবার জানায়, লিবিয়ার বেনগাজি শহরে মুবিন একটি পেট্রোল পাম্পে চাকরি করতো। সেখানে রাজনৈতি পরিস্থিতি অশান্ত হওয়ায় দালালদের প্রলোভনে পড়ে অন্যান্য অভিবাসীদের সঙ্গে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। তবে উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে মুবিনের মরদেহ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ইতালিতে অবস্থানরত কয়েকজন প্রবাসী।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে মুবিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, মুবিনের আত্মীয় স্বজনার তার বিড়িতে ভিড় করছে। কান্নারত পিতা-মাতাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা চালাচ্ছেন। ছেলের শোকে মূর্ছা যাচ্ছিলেন মুবিনের মা সাজেদা বেগম। পরিবার সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিখোঁজ মুবিনের পিতা হাজী আবদু ছাত্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, লিবিয়ায় অবস্থানরত কয়েকজন প্রবাসী তাকে ফোনে জানিয়েছেন, মুবিন লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছেন।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।