অধ্যাপক মোজাফফর আহমদ ফের হাসপাতালে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৪ ডিসেম্বর ২০১৮

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশের প্রখ্যাত বাম রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ ফের হাসপাতালে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি অধ্যাপক ডা. বোরহান উদ্দীনের অধীন চিকিৎসাধীন রয়েছেন।

ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন অধ্যাপক মোজাফফর আহমদ। মাত্র কয়েকদিন আগে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বাসায় নেয়ার পর আবার অসুস্থ হলে তাকে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

এর আগে গত ৭ নভেম্বর মোজাফফর আহমদকে রাজধানীর সম্মিলিত সামরিত হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

অধ্যাপক মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৯৬ বছর। রাজধানীর বারিধারার বাসায় স্ত্রী আমিনা আহমদ এমপি ও একমাত্র মেয়ে আইভীকে নিয়ে বসবাস করছেন তিনি।

এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।