রাজন হত্যাকারীদের দ্রুত বিচার হবে : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০২:২০ পিএম, ১৯ আগস্ট ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীরা জঘণ্য অমানুষ, মানবতাবিরোধী। তাদের দ্রুত বিচার করা হবে। বুধবার বিকেলে সিলেট শহরতলির কান্দিরগাঁও বাদেআলী গ্রামে নিহত রাজনের বাবা-মাকে সান্তনা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথাগুলো বলেন।

তিনি বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতনকারী বর্বর নরপশুদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। মানুষের ভেতরের মনুষত্বকে জাগ্রত করতে সামাজিক সচেতনতামূলক গণআন্দোলন গড়ে তুলতে হবে। মা-বোন-শিশুদের সুরক্ষা দিতে সারা দেশে আইনের পাশাপাশি ব্যাপক প্রতিরোধ, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আর যাতে কোনো ঘাতকরা এরকম বর্বর অমানবিক, নিষ্ঠুর, জঘণ্য নির্যাতন না করতে পারে। সেজন্য দেশবাসীর প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরো বলেন, রাজন হত্যাকারীদের যথাযথভাবে বিচার করা হবে। কেউ শাস্তি থেকে রেহাই পাবেন না। পাশাপাশি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে রাজনের খুনি কামরুল ইসলামকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।  

এসময় শিক্ষামন্ত্রী তার তহবিল থেকে নিহত শিশু রাজনের পরিবারের সাহায্যার্থে তার বাবার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আয়োরুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিক আলী সুজাত, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।