নতুন দুটি বিভাগ চালু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে


প্রকাশিত: ০৭:৫২ এএম, ১২ অক্টোবর ২০১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালু হচ্ছে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ফলিত গণিত’ (Department of Applied Mathematics)। আর সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘কমিউনিকেশন ডিসঅর্ডার’ (Department of Communication Disorders)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই এ দুটি বিভাগের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এরই মধ্যেই ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগ দুটি খোলার অনুমোদন দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।