পঞ্চগড়ে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

পঞ্চগড়ের দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পৌরসভা মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত তৌহিদুল ইসলাম এবং ত্রুটিপূর্ণ মনোনয়ন দাখিল করায় পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত ফরহাদ হোসেন আজাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন।

জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়ন দাখিলকারী প্রার্থী এবং প্রস্তাব ও সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই বাছাই কার্যক্রমে পঞ্চগড়-১ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনের এবং পঞ্চগড়-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পঞ্চগড় পৌরসভা মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র দাখিল করায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এ আসনের বৈধ প্রার্থীরা হলেন- মো. মজাহারুল হক প্রধান (আওয়ামী লীগ), বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধান (স্বতন্ত্র), ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি), আল রাশেদ প্রধান (জাগপা), মো. আব্দুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সুমন রানা (জাকের পার্টি), হাবিবুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি) এবং আবু সালেক (জাতীয় পার্টি)।

অন্যদিকে পঞ্চগড়-২ আসনে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন (আওয়ামী লীগ), নাদিরা আকতার (বিএনপি), ব্যারিস্টার তাসমিয়া প্রধান (জাগপা), ফয়জুর রহমান মিঠু (ন্যাশনাল পিপলস পার্টি), কামরুল হাসান প্রধান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) আশরাফুল আলম (সিপিবি) এবং লুৎফর রহমান রিপন (জাতীয় পার্টি)।

এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।