মহাখালীতে ১৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ১৬০ কেজি গাঁজাসহ মো. শাহ আলম (২৮), মো. রোকন মিয়া (২৯) ও মো. রুবেল (৩১) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবির (উত্তর বিভাগ) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ট্রাক যোগে গাঁজা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বনানী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।

এআর/এমএমজেড/কেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।