কৃষ্ণসাগরে পুতিনের অভিযান (ভিডিও)


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৯ আগস্ট ২০১৫

তিন আসনের ডুবোজাহাজে চড়ে কৃষ্ণসাগরের তলদেশ ঘুরে আসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি ডুবে যাওয়া প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ দেখতে মঙ্গলবার ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরে অভিযানে নামেন তিনি।  

দশম শতাব্দীর দিকে ডুবে যাওয়া ওই জাহাজটি দেখতে ৮৩ মিটার গভীরে যান পুতিন। কৃষ্ণসাগরের তলদেশে রাশিয়ার প্রেসিডেন্টের এ অভিযান ৪৫ মিনিট স্থায়ী ছিল। অতীতেও পুতিন বৈকাল হ্রদে এরকম অভিযান পরিচালনা করেছিলেন।

ওই অভিযানে পানির নিচে থাকাকালীন পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে বলেন, প্রাচীন এই বাণিজ্যিক জাহাজ রাশিয়ার উন্নয়নের ওপর আলো ফেলবে। এছাড়া জাহাজটির চারদিকে অনেক জিনিস বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বলেও পুতিন প্রধানমন্ত্রীকে জানান।

রাশিয়ান জিওগ্রাফিক সোসাইটির একটি গবেষণার অংশ হিসেবে কৃষ্ণসাগরে নামেন পুতিন। এছাড়া ওই গবেষণায় প্রচারণা এবং ফাণ্ড গঠনে তার এই অভিযান সহায়তা করবে বলে মন্তব্য করেছেন তিনি।



এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।