হাসিনা-মোদির বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৩০ এএম, ১৯ আগস্ট ২০১৫

সদ্য প্রয়াত ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্যে যোগ দিতে দিল্লিতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভারতের প্রধানমন্ত্রীর রেসকোর্স রোডের বাসভবনে আধ ঘণ্টার সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন শেখ হাসিনা। খবর বিবিসি।

তবে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দুই প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় একটি যৌথ মহড়ার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদি।

এছাড়া, প্রস্তাবিত ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান বাণিজ্য করিডোর দ্রুত বাস্তবায়ন নিয়ে কথা বলেন দুই সরকার প্রধান। তবে বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

প্রসঙ্গত, নড়াইলে জন্ম হওয়া শুভ্রা মুখার্জি ৭৪ বছর বয়সে মঙ্গলবার দিল্লির এক হাসপাতালে মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।