গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি


প্রকাশিত: ১০:২৪ এএম, ১৯ আগস্ট ২০১৫

গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম (৩৭) গাজীপুর মহানগরীর পূর্ব বাহাদুরপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি জাহাঙ্গীরের মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

ওই আদালতের স্পেশাল পিপি এবিএম আফফান জানান, গাজীপুর সদর উপজেলার কাইঞ্জানুল এলাকার হাছেন আলী খানের মেয়ে আয়েশা আক্তার লিজার সঙ্গে পাশ্ববর্তী গ্রামের মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। তাদের চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী জাহাঙ্গীর আলম যৌতুকের জন্য স্ত্রী আয়েশা আক্তার লিজাকে মারধর করতো। ২০১০ সালের ১৫ আগস্ট স্ত্রী আয়েশা আক্তার লিজাকে (২৮) ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করে রক্তাক্ত জখম জাহাঙ্গীরের বসত ঘরে ফেলে রাখে। খবর পেয়ে আয়েশা আক্তারের পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মামুন খান বাদী হয়ে ওই দিনই আয়েশা আক্তারের স্বামী মো. জাহাঙ্গীর আলম, তার মা জাহানারা বেগম ও ভাই জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। জয়দেবপুর থানা পুলিশের এসআই মো. কামাল হোসেন মামলার তদন্ত শেষে ওই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ৬ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুর একটার দিকে ওই আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলমকে দোষী সাব্যস্ত করে ফাঁসি এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি ফজলুল কাদের এবং স্পেশাল পিপি এবিএম আফফান। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. ফজলুল হক।
                    
আমিনুল ইসলাম/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।