শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণ আটক


প্রকাশিত: ০৪:১৪ এএম, ০৮ জুলাই ২০১৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাউদ্দিন (৩০) নামের এক যাত্রীর কাছ থেকে সাড়ে সাত কেজি ওজনের ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরে নামা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ স্বর্ণ আটক করে শুল্ক বিভাগ।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আলাউদ্দিন নামের ওই যাত্রী কাতার এয়ার ওয়েজের (কিউআর) একটি ফ্লাইটে দোহা থেকে ঢাকা আসেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগ তল্লাশি ৬৪টি সোনার বারগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বর্ণের ওজন ৭ কেজি ৪৬৪ গ্রাম। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।