ভোলায় পৌর কাউন্সিলর সোপান ও বশির কারাগারে


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৯ আগস্ট ২০১৫

ভোলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সোপান ও বশির বুধবার আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। সিনিয়র জুডিয়িাল ম্যাজিসেট্রট নাহিদুর রহমান এ আদেশ দেন।

এর আগে আলীয়া মাদরাসা ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও বেগম খালেদা জিয়ার ৯২ দিনের অবরোধকালীন  ভোলার দরগা রোডে পুলিশ বিএনপি কর্মীদের সংঘাতের ঘটনায় করা মামলায় হুমায়ুন কবির সোপান ও পৌর কাউন্সিলর বশিরকে আসামি করা হয় । এ মামলায় দু`জনই দীর্ঘ ৩ মাস পলাতক ছিলন।

আসামি পক্ষের আইনজীবী ড. আমিনুল ইসলাম বাসেদ জাগো নিউজকে জানান, হুমায়ুন করি সোপানসহ বিএনপির ৭০ শীর্ষ নেতা গত ১৫ দিনে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান।

অমিতাভ অপু/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।