বাগেরহাটে আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শুরু


প্রকাশিত: ০৮:২২ এএম, ১৯ আগস্ট ২০১৫

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের ২য় পর্যায়ের ১৯ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকত আলী বাদশা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহিন রেজা প্রমুখ।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে সাইনবোর্ড থেকে মোড়েলগঞ্জ পর্যন্ত ১৯ কিমি সড়কের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। আগামী জুন মাসের মধ্যে এ নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাছে।

২০০৭ সালে সিডরে সাইনবোর্ড থেকে বগী পর্যন্ত প্রায় ৫২ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কল্পে একনেকে গত বছরের ২৩ সেপ্টেম্বর ১ শত ২৩ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকা অনুমোদিত হয়। মামলা সংক্রান্ত জটিলতায় ৫২ কিলোমিটার সড়কের ১৯ কিলোমিটারে দীর্ঘদিন কোনো কাজ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হয় কচুয়া ,মোড়েলগঞ্জ ও শরণখোলার প্রায় ৬ লাখ মানুষ।

প্রধান অতিথি ডা. মোজাম্মেল হোসেন (এমপি) বলেন, বাগেরহাটের এ অঞ্চলের দীর্ঘ দিনের দাবি ছিলো সাইনবোর্ড-বগি মহাসড়কের। অনেক প্রতিকূলতার পর আবার ২য় পর্যায়ের ১৯ কি.মি. এর কাজ শুরু হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ উপকৃত হবে।

শওকত আলী বাবু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।