যুদ্ধাপরাধের অভিযোগে নড়াইলে মামলা
যুদ্ধাপরাধের অভিযোগে নড়াইলে সিরাজুল হক মোল্যা নামে একজনসহ আরো ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নড়াগাতি আদালতে মামলাটি দায়ের করেন নড়াগতি থানার চর যোগনিয়া গ্রামের মৃত আজিজ শিকদারের ছেলে আব্দুল খালেক সিকদার।
আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মো. মাজহারুল ইসলাম মামলাটি আমলে নিয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি তদন্ত) আগামী ২১ সেপ্টম্বর ২০১৫ এর মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, মামলার বাদী আব্দুল খালেক সিকদার অভিযোগ করেন নড়াইলের নড়াগাতি থানার সরসপুর গ্রামের সিরাজুল হক মোল্যা সহযোগীদের নিয়ে মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
১৯৭১ সালের ১১ জুলাই বিকেলে রাজাকার সিরাজুল ইসলামসহ তার লোকজন বাদির ভাই মালেক সিকদারকে ধরে নিয়ে মুলশ্রী গ্রামের রাজাকার কমান্ডার আবু হারার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে মরদেহ যোগনিয়া গ্রামের মধ্যে ফেলে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও মামলা নেয় না বলেও অভিযোগ করা হয় মামলায়।
হাফিজুল নিলু/এসএস/পিআর