জঙ্গি অর্থায়ন : সাবেক হুইপের মেয়েসহ ৩ আইনজীবী আটক


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১৯ আগস্ট ২০১৫

জঙ্গি সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতার অভিযোগে বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়েসহ তিন আইনজীবীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জাগো নিউজকে জানান, র‌্যাব সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের আটক করেছে। তারা ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে একটি জঙ্গি সংগঠনকে অর্থায়ন করতো।

আটককৃতদের মধ্যে শাকিলা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক।
 
জেইউ/এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।