হুদহুদের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১২ অক্টোবর ২০১৪

ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে পটুয়াখালীর উপকূলে ঝড়ো বাতাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যহত রয়েছে। এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় বড় বড় ঢেউ তীরে এসে আছরে পড়ছে। এ কারণে কুয়াকাটার সমুদ্র রক্ষা বাঁধ পড়েছে হুমকির মুখে।

এ ছাড়া নিরাপদ অশ্রয়ে আছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো। স্বাভাবিক জোয়ার থেকে পানিবৃদ্ধি পাওয়ায় জেলার অধিকাংশ রুটে ফেরি চলাচল বন্ধ থাকছে। এতে করে প্রতি জোয়ারের সময়ে ২ থেকে ৩ ঘণ্টা এ সব রুটে যানবাহন চলাচল বন্ধ থাকছে। ঘূর্ণিঝড়ের খবরে অনেক পর্যটকই কুয়াকাটা ছেড়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।