ওয়ারীতে গুলিবিদ্ধ যুবলীগ সম্পাদকের মৃত্যু


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৯ আগস্ট ২০১৫

রাজধানীর ওয়ারীতে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক  আবদুল মান্নান(৩২) মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাসার সামনে রিকশা থেকে নামার সময় দুর্বৃত্তরা মান্নানকে গুলি ছুড়ে। এতে তিনি মাথায় ও বুকে গুলিবিদ্ধ হন। পরে প্রথমে তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান। তবে কে বা কারা এবং কেন গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, ঘটনায় জাড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু আলামিন পলাতক রয়েছেন।আলামিন এ ঘটনায় জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাইসুদ্দিন আহমেদ টুটুল বলেন, মান্নানকে পরিকল্পিতভাবে গুলি করা হয়ে থাকতে পারে। তবে কেন তাকে গুলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এতে আলামিনের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।