কুমিল্লায় এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৬ হাজার
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে ২৬ হাজার ১শ ৭৪টি। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৯৯ হাজার ৯শ ৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ হাজারের অধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। বুধবার কুমিল্লা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় অর্ন্তভুক্ত হয়। পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের উদাসীনতার কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে ১২ হাজার ১১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। এছাড়াও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ১১ হাজার ৯শ ৯৪ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এ বছর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের শেষ দিন ছিল গত ১৬ আগস্ট। শেষ দিন পর্যন্ত সর্বমোট ২৬ হাজার ১শ ৭৪টি আবেদন জমা পড়েছে। ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ সেপ্টেম্বর। ফলাফল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দেয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে। এছাড়াও শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
মো. কামাল উদ্দিন/এসএস/পিআর