সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলেসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৪ নভেম্বর ২০১৮
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- রিপা আক্তার (২০), তার ছেলে রাফসান (২) ও রিপার বোন শারমিন আক্তার (২২)।

শনিবার দুপুর পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

রিপার বাবা নান্নু মিয়ার বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, দগ্ধরা কামরাঙ্গীরচর মুসলিমবাগ মাছবাজার এলাকায় একটি সেমি পাকা বাড়িতে ভাড়া থাকে। তাদের পাশের বাসায় একটি খালি ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দেয়াল ভেঙে তাদের ঘরের জানালা দিয়ে আগুন ঢুকে তারা দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এএসআই আব্দুল্লাহ খান জানান, রিপার শরীরের ১০ শতাংশ, ছেলে রাফসানের ২৫ শতাংশ ও শারমিনের ৮ শতাংশ পুড়ে গেলেও তারা কেউ আশঙ্কামুক্ত নন।

জেইউ/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।