দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০১:২২ এএম, ১৯ আগস্ট ২০১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার সকাল ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর প্রয়াত সহধর্মিনী শুভ্রা মুখার্জী মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে মারা যান। তিনি অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

শুভ্রার বাবার বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। সর্বশেষ ২০১৩ সালে প্রণব মুখার্জীর বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জী নড়াইলে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।

শেষকৃত্য অনুষ্ঠান শেষে বুধবার বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।