দর্শকদের প্রতি বাংলাদেশের কোচ-অধিনায়কের কৃতজ্ঞতা


প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৮ আগস্ট ২০১৫

ভারতকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী এবং অধিনায়ক শাওন হোসাইন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে সরওয়ার জামান নিপুও উপস্থিত ছিলেন।

গর্বিত বাংলাদেশ কোচ জিলানী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ‘আমরা সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন হতে পেরে আল­াহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।’

সিলেটের আপামর ফুটবলপ্রেমী মানুষদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে জিলানী বলেন, ‘এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই সিলেটবাসীকে। সিলেটের সমর্থন আমার দল ভুলবে না। অন্তত আমি কোনোদিন ভুলতে পারবে না। এটি আমার কোচিং জীবনের টার্নিং পয়েন্ট।’

বাংলাদেশের গর্বিত দলপতি শাওন হোসাইনও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা ধাপে ধাপে এগুতে চেয়েছি। তাতে সফলও হয়েছি। আমরা সন্তুষ্ট।’

শাওনও সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ধন্যবাদ তাদেরকে। মাঠে এসে আমাদের যেভাবে সারাক্ষণ সমর্থন দিয়েছেন, তাতে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়েছে। আমরা শক্তি, সাহস, প্রেরণা পেয়েছি।’

‘টুর্নামেন্ট সেরা সরওয়ার জামান নিপু বলেন, ‘সবাইকে ধন্যবাদ। সিলেটবাসীকে ধন্যবাদ। আমি চেয়েছি আমার দল চ্যাম্পিয়ন হোক। তা হতে পারায় আমি গর্বিত, খুবই আনন্দিত।’

Bangladesh
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জিলানী এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমার কখনোই মনে হয়নি ম্যাচ হাতছাড়া হয়ে যাবে। দল খুব ভালো খেলেছে। ক্ষণিকের জন্য রক্ষণভাগ একটু ভুল করে বসেছিল। তবে ওদের গোলটি ভালো ছিল, অসাধারণ বলতে হবে। এরকম গোল ঠেকানো সত্যিই দুরূহ ব্যাপার।’

গোল করার পর ডিফেন্সিভ হয়ে যাওয়া বিষয়ে কোচ বলেন, ‘আমি সবসময় আগে নিজের ডিফেন্সকে নিরাপদ করে তারপর অ্যাটাকে যেতে চেয়েছি।’

টুর্নামেন্ট সেরা সরওয়ার জামান নিপু সম্পর্কে কোচ বলেন, ‘আমি এক জায়গায় ওর খেলা দেখেছিলাম। সে কখনো দ্বিতীয় বিভাগেও খেলেনি। কিন্তু আমার মনে হয়েছে সে ভালো করবে। আমার আস্থার প্রতিদান দুর্দান্তভাবে দিয়েছে সে।’

দুই হলুদ কার্ড পাওয়ায় ফাইনালে খেলতে পারেননি সরওয়ার জামান নিপু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল আমার দল জিতবে। আমি না থাকলেও তারা পারবে। দলের সবাই অনেক ভালো খেলে। আমার অভাব তারা পূরণ করতে পারবে। তা-ই হয়েছে।’

এদিকে সংবাদ সম্মেলনে বিমর্ষ ভারতীয় কোচ বিতান সিং বলেন, ‘আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু দিনটা আমাদের জন্য বাজে ছিল।’ শক্তির বিচারে দুই দলের মধ্যে তেমন পার্থক্য নেই বলে মন্তব্য করেন ভারতীয় কোচ।

চ্যাম্পিয়ন হতে না পারলেও সন্তুষ্ট ভারতীয় কোচ। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমার ছেলেরা অনেক কিছু শিখতে পেরেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা অনেক পরিপক্ক হতে পারবে বলে মনে করছি।’

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।