বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রীকে প্রধানমন্ত্রীর শেষ দেখা
মৃত্যুর আগে বুধবার বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী ফজিলাতুন্নেছাকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাত ৭টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফজিলাতুন্নেছা।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হাসপাতালে ফজিলাতুন্নেছাকে দেখতে যান তখন সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। ফজিলাতুন্নেছার পরিবারের সদস্যদের মায়ের মমতা দিয়ে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী এবং সান্ত্বনা দেন। বিদায় নেয়ার সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদেরও ভালো করে চিকিৎসা দেয়ার নির্দেশনা দেন।
জানা গেছে, গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় ডায়াবেটিস, কোমরে ব্যথা ও বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। পরে ২৭ অক্টোবর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পিলখানায় বিজিবির হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী ফজিলাতুন্নেছার মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বাদ আসর তৃতীয় জানাজা শেষে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ধুড়িয়া গ্রামে মেয়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এফএইচএস/জেডএ/পিআর