শুভ্রা মুখার্জীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক প্রকাশ


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৮ আগস্ট ২০১৫

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার এক শোক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।

খালেদা জিয়া শোক বাণীতে বলেন, শুভ্রা মুখার্জীর প্রয়াণে ভারতের জনগণের মতো আমিও শোকাভূত। বাংলাদেশের নড়াইল জেলার কন্যা শুভ্রা মুখার্জী ভারতের কিংবদন্তীতুল্য রাজনীতিক-ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রীর পরিচয়ের বাইরেও তিনি একজন চিত্র শিল্পী ও সুলেখিকা হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তার লেখা দু’টি বই ‘চোখের আলোয়’ এবং ‘চেনা অচেনায় চিন’ পাঠক প্রিয়তা পেয়েছিল। আমরা অনেকেই জানি, শুভ্রা মুখোপাধ্যায় জীবদ্দশায় একজন প্রতিথযশা আবৃত্তিকারও ছিলেন। রবীন্দ্র সংগীতেও তার পারদর্শিতার কথা সুবিদিত। এই শোকের মুহূর্তে ভারতের জনগণের সাথে আমরাও একাত্ম।

তিনি আরো বলেন, আমি ভারতের রাষ্ট্রপতি, তার পরিবার, শুভানুধ্যায়ী ও ভারতীয় জনগণের প্রতি আমার ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং প্রয়াত শুভ্রা মুখার্জীর আত্মার শান্তি কামনা করছি।

এমএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।